Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিয়া প্রকাশের ভিডিও ভাইরাল হবার পর ‘ভাবলেশশূন্য’ আখ্যা শুনতে হয়েছিল ক্যাটরিনা কাইফকে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৪ এএম

প্রিয়া প্রকাশ ভারিয়ার ২০১৮তে শুধু মাত্র একটি চোখটেপার ভিডিও দিয়ে ইন্টারনেটে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিলেন। পরিচিত হন উইঙ্ক গার্ল নামে। তিনি সেই সময় ‘মোস্ট সার্চড অভিনেত্রী’ হিসেবে সানি লিওনিকেও ছাড়িয়ে গিয়েছিলেন। সেটি আসলে ছিল একটি ‘ওরু আদার লাভ’ নামে একটি মালয়ালম ফিল্মের অংশ। সেটি প্রিয়াকে যেমন বিশ্বখ্যাতি দিয়েছে সেটি নিয়ে অনেক শিল্পীর গাত্রদাহ যেমন হয়েছে তেমনি অনেককে কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে, বিশেষ করে ক্যাটরিনা কাইফকে তো অবশ্যই। অনেকেই জানেন ক্যাটরিনাকে তার ‘ফিরিঙ্গি’ উচ্চারণ আর অভিনয়ে অদক্ষতার জন্য অনেকবার হাস্যাস্পদ হতে হয়েছে। এই ক্যাটরিনা এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য না করলেও এর কারণে তাকে ‘ভাবলেশশূন্য’ বলে আখ্যা পেতে হয়। একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছিলেন, ‘প্রিয়া প্রকাশ ভারিয়ার দুই মিনিটে যত রকম অভিব্যক্তি দিয়েছে ক্যাটরিনা কাইফ তার পুরো বলিউড ক্যারিয়ারেও দিতে পারেননি।’ এই টুইটটিই ৮ হাজার লাইক পেয়েছে আর রিটুইট হয়েছেন তিন হাজারবার। প্রিয়ার ইনস্টাগ্রামে ৬৯ লক্ষ ফলোয়ার রয়েছে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ ‘নমস্তে লন্ডন’, ‘ভারত’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মত ফিল্মে অভিনয় করে বলিউডে স্থায়ী অবস্থান তৈরি করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ