মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোয়াইট হাউজে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে মঙ্গলবার সেন্টারস অর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোচেলে ওয়ালেনস্কি বলেছেন, প্রায় প্রতিজন প্রাপ্তবয়স্ক মানুষকে কোভিড-১৯ এ মৃত্যু থেকে এখন পুরোপুরি প্রতিরোধযোগ্য। এছাড়া যুক্তরাষ্ট্রে অনুমোদিত সব টিকাই বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে মন্তব্য করেছেন ড. অ্যান্থনি ফাউচি। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট এখন প্রাধান্য বিস্তার করে আছে। এ খবর দিয়েছে অনলাইন অ্যাক্সিওস। ওদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, করোনা নির্ম‚ল করার ক্ষেত্রে বর্তমানে এই ডেল্টা ভ্যারিয়েন্ট বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে যেসব টিকা অনুমোদন দেয়া হয়েছে তা এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। ওদিকে অ্যাক্সিওসের আরেক রিপোর্টে বলা হয়েছে, কিছু বিশেষজ্ঞ বলছেন, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে বড় আক্রমণ হানতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। এক্ষেত্রে যদি টিকাদানের হার কম হতে থাকে, তাহলে দেশের যেসব স্থানে পকেটের সৃষ্টি হয়েছে সেখানে সংক্রমণ তীব্র করতে পারে এই ভ্যারিয়েন্ট। অনলাইন অ্যাক্সিওস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।