বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে লবণের কোন সংকট নেই বলে জানিয়েছেন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি বলেছেন, দেশের চাহিদা পূরণের মত লবণ মজুদ আছে। সংকট হওয়ার কোন আশংকা নাই। যা আছে তা দিয়ে আগামী লবণ মৌসুম পর্যন্ত চলবে।
২১ জুন লবণ শিল্পের উন্নয়নে উৎপাদন পর্যায়ে কক্সবাজার জেলা কমিটির সাথে স্টেক হোল্ডারদের এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
সভায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, কক্সবাজার মিল মালিক সমিতির সভাপতি মো: সামছুল আলম আজাদ, বাংলাদেশ লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামাল লবণশিল্পের উন্নয়নে বক্তব্য রাখেন। তারা দেশীয় লবণশিল্প বাঁচাতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
বিসিকের কক্সবাজার জেলা ব্যবস্থাপক জাফর ইকবাল জানান, চলতি মৌসুমে দেশে লবণের চাহিদা ধরা হয় ২২.১৭ লক্ষ মেঃটন।
২০২০-২০২১ লবণ মৌসুমে লবণ উৎপাদন হয়েছে ১৬.৫১ লক্ষ মেঃটন। মৌসুম শুরুতে প্রারম্ভিক মজুদ ছিল ৩.৪৮ লক্ষ মেঃটন। মৌসুম শেষে দাঁড়ায় ১৯,৯৯ লক্ষ মেঃটন।
১৫ জুন মাঠ পর্যায়ে লবণ মজুদ আছে ৯.৬০ লাখ মেঃটন এবং মিল পর্যায়ে আছে ১.৮৫ লক্ষ মেঃটন। ৪ মাস বাদে নভেম্বর থেকে লবণ মৌসুম আরম্ভ বর্তমান মৌজুদ লবণে এই সময়ে সংকট হওয়ার কথা নয়।
অনলাইন এ সভায় বিভিন্ন উপজেলা লবণ চাষী সমিতির নেতৃত্ববৃন্দ, বিসিক লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়, জেলা কার্যালয় ও বিসিক প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।