Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজান ইসলামের ওহী নির্দেশিত প্রতীক

খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম

আজান ইসলামের তাৎপর্যমণ্ডিত প্রতীক। নামাজের জন্য আহ্বান করার ওহী নির্দেশিত কতিপয় বাক্য। আজানের আহকাম ও বরকত সম্পর্কে হুজুর (সা.)-এর বিভিন্ন হাদিস রয়েছে। হজরত মোয়াবিয়া (রা.) বর্ণনা করেন, আমি রসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে, ‘কেয়ামতের দিন মোয়াজ্জিন হবে সবচেয়ে দীর্ঘ গর্দান বিশিষ্ট। অর্থাৎ সবচেয়ে সম্মানিত এবং নৈকট্য লাভকারী।’ (মুসলিম)।
আজানের বরকত সম্পর্কে হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, হুজুর (সা.) বলেছেন : ‘যে ব্যক্তি সাওয়াব লাভের জন্য সাত বছর পর্যন্ত আজান দিয়েছে, তার জন্য দোজখ হতে মুক্তি লিখে দেয়া হয়েছে।’ (তিরমিজি)। হজরত আবু হোরায়রা (রা.) বলেন, হুজুর (সা.) বলেছেন, ‘ইমাম হচ্ছে জামিন (জিম্মাদার) এবং মোয়াজ্জিন আমিন। হে খোদা! তুমি ইমামদের সঠিক পথ প্রদর্শন করো এবং মোয়াজ্জিনদের ক্ষমা করো।’ (আবু দাউদ)।

কোরআন ও হাদিসে অসংখ্য স্থানে শয়তানের প্ররোচনা-প্রতারণার বিবরণ রয়েছে এবং সেগুলোতে আজানের ক্ষেত্রে শয়তানের পরাজিত ভূমিকার বিষয়টাও স্থান লাভ করেছে। আজানের শব্দ শুনে শয়তান দিশেহারা হয়ে কিভাবে পলায়ন করে, সে সম্পর্কে রসূলুল্লাহ (সা.) বলেন : ‘আজানের আওয়াজ শুনে শয়তান পিঠ ফিরিয়ে পলায়ন করতে থাকে, বায়ু নির্গত হতে থাকে। আজানের পর সে আবার প্রত্যাবর্তন করে। এরপর যখন ইকামত বলা হয়, আবার ফিরে আসে এবং নামাজীদের অন্তরে নানা কুমন্ত্রণা দিতে থাকে, যাতে নামাজী ভুলে যায়, সে কত রাকাত নামাজ পড়েছে এবং কী পড়েছে।’ (বোখারী মুসলিম)।

আজানের শব্দ শুনে শয়তানের পলায়ন করার কারণ এই যে, আজানের শব্দ শুনে সে এ কারণে পালাতে চায় যে, কেয়ামতের দিন আল্লাহর নিকট তাকে যেন সাক্ষী দিতে না হয়। কেননা হুজুর (সা.) বলেছেন : ‘কেয়ামতের দিন জিন, মানব এবং জমিনের প্রতিটি বস্তু, যারাই আজানের শব্দ শুনবে, সবাই সাক্ষী হবে।’

মোহাদ্দেসীন ও উলামায়ে কেরামের বিভিন্ন বর্ণনা হতে জানা যায় যে, শয়তান ও তার লস্কর মানুষকে সত্যের পথ হতে দূরে সরিয়ে রাখার জন্য সর্বদা ব্যস্ত এবং কুফর ও বাতিলে লিপ্ত রাখার জন্য সর্বপ্রকারের অস্ত্র ব্যবহার করে থাকে। কাফের মুশরেকের কথা বাদ দিয়ে মুসলমানের ক্ষেত্রে শয়তান এতই তৎপর থাকে যে, তাদের ইবাদত-বন্দেগীতে প্রতিবন্ধকতা সৃষ্টিতে তার সর্বশক্তি নিয়োগ করে থাকে। তাদের নিদ্রা-শয়ন, ওজু-গোসল, নামাজ এবং নামাজের বাইরে এমন কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বাবস্থায় তাদের পেছনে লেগে থাকার বিষয় কোরআন ও হাদিস হতে জানা যায়।

হজরত মোজাহেদের বর্ণনা হতে জানা যায়, শয়তানের সাত ছেলের মধ্যে ‘লাকীস’ ও ‘ওয়ালহান’ নামাজীর ওজু ও নামাজে গোলমাল সৃষ্টির জন্য নিয়োজিত। অপর বর্ণনা অনুযায়ী, নামাজে সন্দেহের সৃষ্টির জন্য নিয়োজিত শয়তানের নাম ‘খিনজিব’। ক্বারীদের সর্দার হজরত ওবাই ইবনে কাব (রহ.) বলেন, হুজুর (সা.) বলেছেন : ‘ওজুর এক বিশেষ শয়তান আছে, তার নাম ওয়ালহান। তোমরা পানির প্ররোচনা হতে বেঁচে থাক।’ (তিরমিজি, ইবনে মাজা প্রভৃতি)।

নামাজের শয়তান ‘খিনজিব’ সম্পর্কে হজরত উসমান ইবনে আবিল আছ (রা.) বলেন, ‘আমি রসূলুল্লাহ (সা.)-এর নিকট অভিযোগ করি যে, শয়তান আমার ও আমার নামাজের মধ্যে ক্বেরাতে সন্দেহের সৃষ্টি করে। তার থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি?’ হুজুর (সা.) বললেন : ‘এ একটি বিশেষ শয়তান, যার নাম খিনজিব। যখন তুমি তাকে অনুভব করো তখন আল্লাহর কাছে তার থেকে পানাহ চাও এবং পাঠ করো আউজুবিল্লাহি মিনাশায়তানির রাজিম এবং তোমার বাম দিকে তিনবার থুথু করো।’ (মুসলিম, নাসায়ী, আহমদ প্রভৃতি)।



 

Show all comments
  • সোলায়মান ২৩ জুন, ২০২১, ৩:১৬ এএম says : 0
    আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে মুয়াজ্জিনের মর্যাদা ও সৌভাগ্য পাওয়ার তাওফিক দান করুন। মানুষকে কল্যাণের পথে নামাজের দিকে আহ্বান করার তাওফিক দান করুন। আমিন।
    Total Reply(0) Reply
  • আবদুল মান্নান ২৩ জুন, ২০২১, ৩:২১ এএম says : 0
    হাদিস শরিফে আছে, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা সর্বাধিক লম্বা হবে, অর্থাৎ মুয়াজ্জিন হাশরের মাঠে বেশি সম্মানিত হবেন। (বুখারি)।
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ২৩ জুন, ২০২১, ৩:২২ এএম says : 0
    আজান আল্লাহতায়ালার একত্ববাদ ও তাওহিদের মহা আওয়াজ।
    Total Reply(0) Reply
  • তুষার আহমেদ ২৩ জুন, ২০২১, ৩:২২ এএম says : 0
    আজান এক বিরল জিকির। দৈনিক পাঁচবার শান্তি প্রতিষ্ঠার আহবান জানায় আজান।
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ২৩ জুন, ২০২১, ৩:২৩ এএম says : 0
    উচ্চৈঃস্বরে প্রচারিত আল্লাহর একত্ববাদের এই ঘোষণার মাধ্যমে সারা বিশ্বের অগণিত মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচবার কার্যত বান্দা মহান প্রভু আল্লাহতায়ালার বশ্যতার ঘোষণা দেয়া হয়। স্বীকার করা হয় আল্লাহর বড়ত্বের।
    Total Reply(0) Reply
  • জসিম ২৩ জুন, ২০২১, ৩:২৪ এএম says : 0
    আজান মূলতঃ নির্ভেজাল তাওহিদের ঘোষণা। আজানের মধ্যে আল্লাহর পরিচয় নিহিত। আসলে আল্লাহ মানুষের প্রভু, আল্লাহ আমাদের আইনদাতা, বিধান দাতা। এটা মানুষকে মনে করিয়ে দেয়া হয় বারবার আজানের মাধ্যমে। আর এভাবেই সারা বিশ্বে যুগ যুগ ধরে উচ্চ আওয়াজে প্রচারিত ইসলামের নির্যাস ও বার্তা বিঘোষিত হয়ে আসছে আজানের মাধ্যমে।
    Total Reply(1) Reply
    • Moinuddin ২৩ জুন, ২০২১, ৯:০৬ এএম says : 0
      আসসালামু আলাইকুম ভাই, সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ, আসলে ভাইয়া আজান শুধুমাত্র তাওহিদের ঘোষণা নয়, রেসালাতের ও প্রেম নিয়ে এক পরিপূর্ণ ভাবে ভাইবোন সবাইকে নামাজ আর কল্যানের আহবান দেয়।
  • Moinuddin ২৩ জুন, ২০২১, ৯:০৩ এএম says : 0
    আপনাদের ধন্যবাদ, আজান নিয়ে সুন্দর এক বিষয় প্রকাশ করেছেন,
    Total Reply(0) Reply
  • Moinuddin ২৩ জুন, ২০২১, ৯:০৮ এএম says : 0
    আসসালামু আলাইকুম, আজান হচ্ছে শানে রেসালাতের প্রকাশ, আজান শুধুমাত্র তাওহিদের ঘোষণা নয়, রেসালাতের ও প্রেম নিয়ে এক পরিপূর্ণ ভাবে ভাইবোন সবাইকে নামাজ আর কল্যানের আহবান দেয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন