Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিরুত্তাপ একটি দিনের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম

টেস্ট ম্যাচ মানেইতো ক্ষণে ক্ষণে রং বদলাবে। কখনও এগিয়ে থাকবে, কখনও না পিছিয়ে। তার ওপর যদি হয় নিউজিল্যান্ড-ভারতের দল। তাহলেতো কথাই থাকে না। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা কিউইদের প্রতিপক্ষ একধাপ পেছনে থাকা বিরাট কোহলির দল। কিন্তু ম্যাচটাতে একচ্ছত্র নিয়ন্ত্রণ দেখিয়ে গেল বেরসিক বৃষ্টি। প্রথম দিনে খেলাতো দূরে থাক, টসও হয়নি। তখন একটি ভরসা হয়ে দাঁড়িয়েছিল রিজার্ভ ডে। অথচ আবহাওয়া রিপোর্টের পূর্বাভাস আগেই জানিয়েছিল, সাউদাম্পটনে টানা ছয়-সাত দিনের মতো বৃষ্টির সম্ভাবনা। সে শঙ্কাই সত্য হলো। গতকাল পঞ্চম দিনের খেলায় নিউজিল্যান্ড ব্যস্ত তাদের প্রথম ইনিংসের ব্যাটিং নিয়ে। ভারতকে এরআগে নিজেদের প্রথম ইনিংসে তারা গুটিয়ে দিয়েছিল মাত্র ২১৭ রানে।
এরপর বৃষ্টির রাজত্বের ভীড়ে শেষ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ ওভার ব্যাট করেছে কেন উইলিয়ামসনের দল। ৮ উইকেট হারিয়ে রান তুলেছে ১৪৯। উইলিয়ামসন ২৩ রানে ও কলিন ডি গ্র্যান্ডহোম অপরাজিত ৯ রানে। যদিও দিনের বাকি ৬৩ ওভার। তবে একটি কিন্তু থেকেই যায়। আর যাইহোক, একদিনের ব্যবধানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ফল হচ্ছেনা। শুরুতে দারুণ উত্তাপ দেখিয়েও শেষ পর্যন্ত নিরুত্তাপ ড্রতেই শেষ হতে চলেছে ম্যাচটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ