Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ক্রিকেটের যুগে স্পেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাস স্পেনকে করে দিয়েছে দারুণ এক সুযোগ। নেদারল্যান্ডসের পর ইউরোপের মূল ভ‍খন্ডের দ্বিতীয় দেশ হিসেবে ছেলেদের ওয়ানডে আয়োজন করতে যাচ্ছে দেশটি। গতপরশু বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি নিশ্চিত করেছে, তিনটি ইভেন্ট আয়োজন করা হবে স্পেনে। যেখানে বিশ্বকাপ লিগ-২ এর স্কটল্যান্ড, নামিবিয়া ও নেপালের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ রয়েছে। ছয় ম্যাচের সিরিজটি স্পেনের আলমেরিয়ার ডেজার্ট স্প্রিং গ্রাউন্ডে হবে। আগামী ২০ জুলাই শুরু হয়ে শেষ হবে ৩০ জুলাই। আর ইউরোপিয়ান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব হবে আগামী ২৬ থেকে ৩০ অগাস্ট। এরপর ইউরোপিয়ান পুরুষ অন‚র্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব হবে ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর। দুটি আসরই বসবে স্পেনের লা মাঙ্গায়।
ম‚লত, যুক্তরাজ্যে কোভিড-১৯ এর বিধিনিষেধের কারণে স্কটল্যান্ড থেকে সরিয়ে স্পেনে এই ইভেন্ট তিনটি এনেছে আইসিসি। স্পেন ক্রিকেটের প্রধান নির্বাহী জন হাওডেন জানান, আইসিসির এই তিনটি ইভেন্ট আয়োজন করতে পেরে বেশ উৎফুল্ল তারা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ