Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

একেই বলে বুনো হাতির তাণ্ডব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০১ এএম

গভীর রাতে সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ শব্দে ঘুম ভেঙে গেলো বাড়ির মালিকের। শব্দের সূত্র ধরে রান্নাঘরে উঁকি মেরে দেখেন বিশাল এক বুনো হাতি। খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে পড়ে হাতিটি। এমনই কাণ্ড ঘটেছে থাইল্যান্ডের হুয়া সিন শহরে। রান্নাঘরে দেখা যায়, বিশাল এক হাতি সুর দিয়ে খাবার খুঁজে চলছে। পুরুষ হাতিটির নাম বুনচুয়ে। রান্নাঘরের প্ল্যাস্টিকের ব্যাগসহ অনেক কিছুই চিবিয়ে খাচ্ছিলো। আর এমন দৃশ্যের ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বুনো হাতির কাণ্ড। নিয়মিত এমন ঘটনায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। থাইল্যান্ডের কায়েং ক্র্যাঞ্চন জাতীয় উদ্যানের বুনচেয়ে হাতিটা প্রায় সময় বেরিয়ে যায়। মূলত লোকালয় থেকে খাবারের ঘ্রাণ পেয়েই ছুটে আসে, বলছিলেন পার্কের এক কর্মকর্তা। প্রশাসনকে জানালে, হাতিটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়। দেশটির বন বিভাগ বলছে, বর্ষার মৌসুম হওয়ায় হাতিরা যথেষ্ট নোনা খাবার পায় না। এ জন্য খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ