মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের করোনা সংক্রমিত নাগরিকদের গুয়ান্তানামো বে-তে পাঠানোর বিষয় বিবেচনা করছিলেন। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। পত্রিকার তথ্য অনুসারে- ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনা মোকাবেলার সময় সিচুয়েশন রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, “আমাদের কোনো দ্বীপ নেই?” এরপর তিনিই বলেছিলেন, “গুয়ান্তানামো বে কেমন হবে?” ট্রাম্পের এই কথা শুনে তার সহকর্মীরা অবাক হয়েছিলেন। ট্রাম্পের এ চিন্তা সেখানেই শেষ হয়, দ্বিতীয়বার আর উত্থাপিত হয়নি। কিউবার কাছে গুয়ান্তামো বে-তে রয়েছে কুখ্যাত কারাগার যেখানে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে মুসলিম দেশের বহু লোকজনকে ধরে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। ওই বইয়ের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প বলেছিলেন, “আমরা পণ্য আমদানি করছি। আমরা ভাইরাস আমদানি করব না।” আমেরিকায় করোনা মহামারি আকার ধারণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছিলেন। পরবর্তীতে করোনা মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসন কঠোর সমালোচনার মুখে পড়ে। ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।