বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় পঞ্চম শ্রেণির পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছে।
এ ঘটনায় বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্যপ্রহরী মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ধামাচাপা দিতে অর্থের বিনিময়ে আপোষ মীমাংসা করার জন্য মেয়ের পরিবারকে ভয়ভীতি দেখালে ধর্ষণ কাজে সহযোগীতার অপরাধে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই মামলার ৩নং আসামী পাঁচবিবি উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আলীমুজ্জামান বাবুল (৪৫) পলাতক রয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হরেছে।
মামলার সূত্রে জানা যায়, গত (১৬ জুন) সন্ধ্যায় বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্যপ্রহরী মেহেদী হাসানের বাড়িতে ওই শিশু স্কুলের সাপ্তাহিক ওয়ার্ক সীট নিতে যায়। এসময় বাড়িতে মা-বাবা না থাকায় তাকে পাশের ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি তাঁর মা-বাবাকে জানালে তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিকে জানায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আলীমুজ্জামান বাবুল টাকার বিনিময়ে আপোষ মীমাংসা করার জন্য ভুক্তভোগীর পরিবারকে চাপ প্রয়োগ করে। এত রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করলে ৪ দিন পর শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ থানায় মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।