Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

উপজাতি আসনে এমবিবিএস ভর্তি তিন মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ১২:০২ এএম

২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তিতে সমতলের ৮টি উপজাতি আসনের বিপরীতে ৪ আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তির ঘটনায় উপজাতি কোটায় ভর্তি কার্যক্রম তিন মাস স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রতিবছর কেন এই অনিয়ম হয় তা জানতে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের শুনানি শেষে গতকাল সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ। তিনি জানান, এমবিবিএসে সমতলের উপজাতিদের জন্য সংরক্ষিত ৮টি আসনে ভর্তির নজিরবিহীন অনিয়ম নিয়ে রিট করার পরে সেটির শুনানি নিয়ে এই ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে। অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ বলেন, এই আসনগুলোতে ভর্তির অগ্রগতি তালিকাসহ কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালককে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাবে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী, সরকারি মেডিক্যাল কলেজে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য মোট আসনের ২ শতাংশ সংরক্ষিত থাকে। আর তিনটি পার্বত্য জেলার জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি) জন্য ৮টি আসন সংরক্ষিত থাকে। কিন্তু রিটকারী আইনজীবী দাবি করেন, ওই ৮টি আসনের উপজাতির বদলে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকার উপজাতি নয় এমন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এমনকি চলতি বছরও এরকম চার জনকে ভর্তি করা হয়। তার পরে ওই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ