Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালিয়ে লন্ডনে এসে লাশ হলেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০১ এএম

বাবা ও অন্যান্য বন্দির মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন অধ্যাপক আলা আল-সিদ্দিক। গত শনিবার বৃটেনের সড়কে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। আলা আল-সিদ্দিক আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকারকর্মী। গ্রেফতারের আশঙ্কায় তিনি আমিরাত থেকে পালিয়ে লন্ডনে চলে যান।
পুলিশ বলছে আল আল সিদ্দিক লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি আরব দেশগুলোর প্রথিতযশা মানবাধিকার গ্রুপ আল কুস্তের নির্বাহী পরিচালক পদে ছিলেন। অলাভজনক এই মানবাধিকার প্রতিষ্ঠানটি আমিরাতসহ গোটা আরব বিশ্বে জনগণের স্বাধীনতার পক্ষে কাজ করে।
অধ্যাপক আলা আল সিদ্দিক আমিরাত রাজতন্ত্রের কড়া সমালোচক হিসেবেও পরিচিত। আলার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মানবাধিকারকর্মীদের মাঝে। আল কুস্তের কর্মীরা তার রুহের শান্তি কামনা করেছেন।
আলা ও তার স্বামী ২০১২ সালে কাতারে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। সেই সময় তারা সেখানে আত্মীয়ের বাসায় থাকতেন। কাতারে অবস্থানের কারণে দেশটির সঙ্গে আমিরাতের দূরত্ব সৃষ্টি হয়।
২০১৮ সালে কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদাল রাহমান বিন জসীম আল থানি বলেন, আলা আল-সিদ্দিক সে দেশে অবস্থান করায় আমিরাতের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। পরে আবুধাবি আলাকে তাদের হাতে তুলে দিতে কাতারকে চাপ দেয়। এমন পরিস্থিতে আলা লন্ডনে চলে যান। সূত্র : ডেইলি সাবাহ, আলজাজিরা, টাইমস ইন্দোনেশিয়া।



 

Show all comments
  • Chowdhury Nur Alom ২২ জুন, ২০২১, ৫:৫২ এএম says : 0
    এভাবে মানবাধিকার কর্মীদের চলে যাওয়া পৃথিবীবাসীর জন্য দুঃখ ও হাতাশাজনক।
    Total Reply(0) Reply
  • Md Murad ২২ জুন, ২০২১, ৫:৫৬ এএম says : 0
    মরছে নাকি মারছে ? ।
    Total Reply(0) Reply
  • মেঘদূত পারভেজ ২২ জুন, ২০২১, ৫:৫৭ এএম says : 0
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ জান্নাতবাসী করুন।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ২২ জুন, ২০২১, ৫:৫৭ এএম says : 0
    মৃত্যু যেখানে আছে তাকে সেখানেই মরতে হবে।
    Total Reply(0) Reply
  • জোবায়ের খাঁন ২২ জুন, ২০২১, ৫:৫৮ এএম says : 0
    গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কথা বললেই দেশ ছাড়া হতে হয় সেখানে তো রাজতন্ত্রের বিরুদ্ধে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ