বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরসহ সমগ্র জেলায় আজ ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। করোনা সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গত ১৯ জুন দুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউন মেনে চলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, ইতিপূর্বে দেশব্যাপী জারি করা লকডাউনের সাথে খুলনায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তারপরও করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত মহানগরী এবং জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচামাল ওষুধ বহনকারী যানবাহন ব্যতীত কোনো প্রকার গণপরিবহণ এবং ট্রেন খুলনায় প্রবেশ করতে বা বের হতে পারবে না। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, ফার্মেসি ছাড়া সকল প্রকার পর্যটন ও বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, মার্কেট, শপিংমল, কোচিং সেন্টার বন্ধ থাকবে। ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও হোটেল রেস্তোরা সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে হোটেল রেস্তোরায় কাউকে বসিয়ে খাওয়ানো যাবে না।
ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে জরিমানা করা হবে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।