এরা হলেন বগুড়া সদরের আলহাজ্ব আব্দুল মান্নান(৭০), নওগাঁ জেলার রানীনগর এলাকার কোহিনুর(৪০), জয়পুরহাট জেলার কালাই এলাকার জাহেদা বিবি (৪০), নওগাঁ জেলার আত্রাই এলাকার শেখ তারেক (৬১) এবং নওগাঁর মান্দা এলাকার আসাদুল হক (৬৫)। এদের মধ্যে মান্নান ও কোহিনুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে, জাহেদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং তারেক ও আসাদুল টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগের দিন জেলায়
করোনায় আরও ৩ জন ব্যক্তি
করোনায় প্রাণ হারান। এই নিয়ে জেলা গত ৬দিনে মৃত্যু হলো ২১জনের। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহীন।
ডা. তুহিন জানান, ২০জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯৫টি নমুনায় ৭৭জনের পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪নমুনায় ৭জন
করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, জেলায়
করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯৫৬ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২১১ জন। এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৫ জনে গিয়ে ঠেকলো।