Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজের প্রলোভন দিয়ে ভারতে পাচারকালে ১৪ নারী-পুরুষ উদ্ধার

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর সাহেবনগর সীমান্ত দিয়ে চাকরি ও বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে গতকাল দুপুরে ১৪ জনকে উদ্ধার করেছে বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা। এর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, দুপুরে পাচারকারী চক্র গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে ভারতে পাচার করছিলো। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে। পাচারের সঙ্গে জড়িত মোহাম্মদ টিটু শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। সে গোদাগাড়ী উপজেলার কানাপাড়া গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
পাচারের কবল থেকে উদ্ধারকৃতরা হলো- ভোলা জেলার শ্যামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ইসমাইল হোসেন (৩২), ঢাকা সাভারের শ্যামলী কালাতিয়াপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাসেল মিয়া (২১), পাবনার আটঘরিয়া থানার দক্ষিণ নাকদহ গ্রামের হারুণ-অর-রশিদের ছেলে বাবুল হোসেন (৩০), জয়পুরহাটের খুলুপাড়া গ্রামের ফিরোজ ম-লের ছেলে রুবেল ম-ল (২৪), কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পূর্ব চন্ডিপুর গ্রামের আব্দুল ওয়াদুলের ছেলে আশরাফুল ইসলাম (২৫), সুনামগঞ্জের বিরাই থানার গোছিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আলিনুর (২৭), আনাছ মিয়ার ছেলে আল আমিন (২২), মৃত নছর উদ্দিনের ছেলে জাহান উদ্দিন (৩০), মৃত আব্দুল আওয়ালের ছেলে মোকিব উল্লাহ তালুকদার (৩৩), মিয়া উল্লাহর ছেলে আকবর আলী (৩০), যশোর জেলার কোতোয়ালী থানার বারান্দিপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নুর নাহার বেগম (৩৮), গোলাম মোস্তফার স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৩৫), বেলাল হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (২৯), কামাল হোসেনের স্ত্রী তাসলিয়া বেগম (২৩)। তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজের প্রলোভন দিয়ে ভারতে পাচারকালে ১৪ নারী-পুরুষ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ