Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা ও দুই ভাই গ্রেফতার!

চৌদ্দগ্রামে চাচা খুনের ঘটনায় ঘাতক ভাতিজার আত্মসমর্পণ

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রামে ছুরিকাঘাতে চাচা শাহজাহান খুনের মামলার প্রধান আসামি ভাতিজা আবুল হাসান সায়েম গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছে। এর আগে বুধবার রাতে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে তার মা জোসনা বেগম প্রকাশ আরাধন, দুই ভাই আবু সাইয়েদ কাজিম ও আবুল হোসেন সাগরকে গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমের ছুরিকাঘাতে তার চাচা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ শাহজাহান নিহত হন। পরদিন নিহতের ছেলে মাজহারুল ইসলাম বিপ্লব বাদী হয়ে সায়েমসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে মামলার আসামি সায়েমের মা জোসনা বেগম, দুই ভাই কাজিম ও সাগরকে ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম মেড্ডা থেকে গ্রেফতার করে। পুলিশি তৎপরতার কারণে প্রধান আসামি আবুল হাসান সায়েম গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। এছাড়াও পুলিশ শাহাদাত নামে মামলার অপর এক আসামিকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা ও দুই ভাই গ্রেফতার!

২৩ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ