Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্ছেদ অভিযান চসিকের ৫২ শতক জায়গা অবৈধ দখলমুক্ত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার) মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাকলিয়া চরচাক্তাই সিটি কর্পোরেশন স্কুল মাঠসংলগ্ন অবৈধভাবে দখলকৃত সিটি কর্পোরেশনের ৫২ শতক জায়গা উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হয়। একই অভিযানে চকবাজার থানাধীন মতি টাওয়ারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এ প্লাস শাড়িঘরকে ৫ হাজার টাকা, নিউ ফেরদৌস ফ্যাশনকে ৫ হাজার টাকা, আমিন কসমেটিক্সকে ৫ হাজার টাকা, আলম ব্রাদার্সকে ৫ হাজার টাকা, গাউছিয়া কসমেটিককে ৫ হাজার টাকা, নিউ সাত রঙকে ৫ হাজার টাকা, আরাধ্য জুয়েলার্সকে ২ হাজার টাকা এবং যথাসময়ে নবায়ন না করার দায়ে ওড়না মিউজিয়ামকে ২ হাজার টাকা ও চয়েজ কালেকশনকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান চসিকের ৫২ শতক জায়গা অবৈধ দখলমুক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ