Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে যৌতুক মামলায় এক বছরের কারাদ-

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে যৌতুকবিরোধী আইনের ৪ ধারার মামলায় এক আসামিকে ১বছরের স্বশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞবিচারক হাফিজ আল আসআদ এ রায় দেন।
আদালত সূত্র জানায়, গৌরীপুর উপজেলার রামগোপালপুর গ্রামের পাঁচাশী গ্রামের সিদ্দিকুর রহমান মাস্টারের মেয়ে নাছরিন আক্তারকে বিয়ে করেন একই গ্রামের মোস্তাফিজুর রহমান মাস্টারের মেয়ে আ: আল মামুন রাজীব। বিয়ের কিছু দিন পর রাজীবের বাবা জমি বিক্রির নাম করে প্রতারণার মাধ্যমে নাসরিনের বাবার কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এর কয়েকদিন পর রাজীব ৩লাখ টাকা যৌতুক দাবি করে নাসরিনকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
বাদী পক্ষের প্রতিযশা আইনজীবী আবু জাফর মো: রাশেদ মিলন জানান, এ ঘটনায় নাছরিন বাদী হয়ে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত র্দীঘ শুনানীতে স্বাক্ষ্য প্রমাণ পেয়ে আসামি রাজীবকে এ দ-ের আদেশ দিয়েছে। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে।  
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী নাছরিন জানান, আদালতের ন্যায় বিচারে আমি আনন্দিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহে যৌতুক মামলায় এক বছরের কারাদ-
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ