Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিকল্পিত নগরায়নে চসিক মেয়রের সাথে স্থপতিদের বৈঠক

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তার দপ্তরে গতকাল (সোমবার) পরিকল্পিত নগরায়ন বিষয়ে স্থপতি জেরিনা হোসেন ও সুভাষ বড়–য়া সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত বৈঠকে তারা পরিকল্পিত নগরায়নের বিষয়ে কতিপয় প্রস্তাবনা তুলে ধরেন। তারা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ক্লিন ও গ্রিন সিটির ভিশনের উপর তাদের প্রস্তাবনা ও পরিকল্পনা মেয়রকে অবহিত করেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, তার মেয়াদের মধ্যে চট্টগ্রামকে দৃশ্যমান পরিবর্তন করা হবে। দৃষ্টিনন্দন সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম। এ লক্ষ্যে মেয়র কর্পোরেট হাউসসহ সুন্দর মনের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। বৈঠকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পিত নগরায়নে চসিক মেয়রের সাথে স্থপতিদের বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ