Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক লাঞ্ছিত

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে সমিতি পরিচালিত হাসপাতালের এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ডায়াবেটিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বগুড়া জেলা আওয়ামী লীগেরও সভাপতি। লাঞ্ছিত চিকিৎসকের নাম জাকিরুল ইসলাম। তিনি চক্ষু বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত।
চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় বিক্ষুব্ধ হাসপাতালের কমর্মকর্তা-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার সকালে এক ঘন্টার জন্য প্রতীকী ‘কালো ব্যাজ ধারণ’ কর্মসূচী পালন করে। এর আগে ওই হাসপাতালে কর্মরত চিকিৎসকরা বুধবার রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএএম) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে ওই ঘটনার প্রতিকার দাবি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগও দাখিলেরও প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক লাঞ্ছিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ