Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গায়ে হলুদে বসা হলোনা নোয়াখালীর সূবর্ণচরের সুমনের, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৯:০১ পিএম

সুবর্ণচরে গায়ে হলুদের দিন মো. সুমন (২০) নামে এক যুবক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। ফলে বিয়ের পরিবর্তে সমাহিত হল কবরে।

সে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামের আব্দুর রহমানের ছেলে। এর আগে, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সে লক্ষীপুর বিদ্যুৎপৃষ্টে মারা যায়। পরে লক্ষীপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে রোববার বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, সুমন গভীর নলকূপের মিস্ত্রী ছিল। গতকাল শনিবার লক্ষীপুরে একটি নলকুপ বসাতে গেলে পাইপ বিদ্যুতের তারের সাথে লাগলে সে ঘটনাস্থলে বিদুৎপৃষ্টে মারা যায়। রোববার তার গায়ে হলুদে বসার কথা ছিল এবং সোমবার সে বর সেজে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল। বিদ্যুৎপৃষ্টে তার পুরো পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.জসিম রায়হান ও স্থানীয় পল্লী চিকিৎসক জামসেদ বিয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ