মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সতের বসন্ত পার করেছেন নেদারল্যান্ডের (ডাচ) রাজকুমারি ক্যাথেরিনা আমালিয়া। চলতি ২০২১ সালের শেষ দিকে ১৮ বছর পূর্ণ হবে। রানির দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রাজকুমারির বছরে ১৪ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকা) ভাতা পাওয়ার কথা।
কিন্তু রাজকুমারি ক্যাথেরিনা এই বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে দিয়েছেন। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রানির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো ভাতা নিবেন না।
আসছে ডিসেম্বরে রাজকুমারি তার ১৮তম জন্মদিন পালন করবেন। দেশটির প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্যাথেরিনা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পর কোনোভাবে সেটা ফেরত দিতে না পারলে অস্বস্তিতে ভুগবেন তিনি।
তিনি আরো লিখেছেন, করোনাভাইরাসের মহামারির সময়ে শিক্ষার্থীরা কঠিন সময় পার করছে। আর এই মুহূর্তে এতো বেশি পরিমাণ অর্থ তিনি নিতে পারবেন না। সম্প্রতি মাধ্যমিকের গন্ডি পার করেছেন ক্যাথেরিনা।
অনার্সে পড়া শুরু করার আগে ক্যাথেরিনার এক বছরের বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। ছাত্রী হিসেবে প্রতিবছর পাওয়া দুই লাখ ৫৭ হাজার ১৫০ ডলারও তিনি ফিরিয়ে দিতে চান। সূত্র : মিরর, দ্য গার্ডিয়ান, পিপল ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।