Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদুর রেজা সাগর প্রযোজিত রিকশা গার্ল-মুক্তির প্রস্তুতি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম | আপডেট : ৭:১০ পিএম, ২০ জুন, ২০২১

দুই প্রযোজক ফরিদুর রেজা সাগর ও জিয়াউদ্দিন আদিলের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অমিতাভ রেজার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। এই সিনেমায় তৃতীয় একজন প্রযোজক হিসেবে আছেন আমেরিকান প্রযোজক এরিক জে এডামস। ইতোমধ্যে ‘রিকশা গার্ল’-এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই সিনেমাটি আলোচনায় এসেছে। প্রশংসিত হয়েছে ট্রেলার। সোয়া দুই মিনিটের এই ট্রেলারটিতে পাওয়া গেছে দারুণ এক গল্পের আভাস। সেই সঙ্গে চমৎকার দৃশ্যায়ণ আকর্ষণ করবে সিনেমাপ্রেমীদের। ‘রিকশা গার্ল’ এর ক্রিয়েটিভ প্রডিউসার গাউসুল আলম শাওন মনে করেন, যে সিনেমার সাথে এমন গুণীজনরা জড়িত আছেন, সে সিনেমা আশা করছি, সব শ্রেণির দর্শককে মুগ্ধ করবে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রেও লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন ও শরবরী যোহরা আহমেদ। শিল্পীমনা নারী নাঈমার গল্প ‘রিকশা গার্ল’। গল্পে দেখা যাবে নাঈমার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে নাঈমা রাস্তয় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখিন হতে হয় নানা জটিলতার। এ ছবিতে মূল চরিত্র নাঈমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভুঁইয়াকে। এতে নায়ক হিসেবে আছেন সিয়াম। সিনেমাটি বছরের শেষ দিকে মুক্তি দেয়ার আশা করছেন প্রযোজকরা। তবে এটি মুক্তি আগে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে। এরমধ্যে আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘রিকশা গার্ল’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ