Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বাল্যবিয়ের অপরাধে ৪ জনের জেলজরিমানা

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোরহানউদ্দিন (ভোলা) উপজেলা সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিনে বুধবার মধ্যরাত পৌনে ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. আ. কুদদূস দুই বিয়ে বাড়িতে আকস্মিক উপস্থিত হয়ে এক বিয়ে বাড়িতে ৩ জনের বিনাশ্রম কারাদ- প্রদান ও অন্য বিয়ে বাড়িতে ১ জনের জরিমানা করেন। বাল্যবিবাহ নিরোধ আইনে এ দ- দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস জানান, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের হাচন আলীর ছেলে জামালের (২৭) সাথে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জান্নাত বেগমের (১৩) বিয়ের পর কনের বাড়িতে বরপক্ষ এসে সর্বশেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে এমন খবরের ভিত্তিতে তিনি ওই বাড়িতে হাজির হন। ওই সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর জামাল হোসেন, কনের মা মায়ানুর বেগম ও কনের দুলাভাই নুরুল ইসলামকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এ সময় মেয়ের বাবা হাচন আলী সটকে পড়ে। অপরদিকে রাত পৌনে ১টার দিকে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল হোসেনের বাড়িতে উপস্থিত হন। ওই স্থানে কামাল হোসেনের  মেয়ে মিশু আক্তারের (১৫) সাথে চরফ্যাশন পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের শানু মিয়ার ছেলে মোসলেউদ্দিনে শেষ আনুষ্ঠানিকতা চলছিলো। উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে কনের বাবা সটকে পড়ে। তবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের বাবা শানু মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। দুই কনেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় দেয়া হয়েছে। নির্বাহী অফিসার মো. আ. কুদদূস বলেন, উপজেলায় গত ৩ মাসে প্রায় দুই শত বাল্যবিবাহ বন্ধ ও শতাধিক লোককে জেল জরিমানা করায় বাল্যবিবাহ বন্ধের পথে। এ কারণে এখন পার্শ্ববর্তী উপজেলায় বিয়ে পড়ানো হয়। সবাই সচেতন হলে বাল্যবিবাহ সম্পূর্ণ নিরোধ করা অসম্ভব কোন বিষয় নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই বাল্যবিয়ের অপরাধে ৪ জনের জেলজরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ