Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী প্রচারণা

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে জঙ্গিবাদবিরোধী প্রচারণায় নেমেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয কলেজের ফটোকের আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করে বিভিন্ন দেয়ালে পোস্টার টাঙান গোপালগঞ্জের এএসপি সার্কেল মোঃ আমীনুল ইসলাম। এ সময় গোপালগঞ্জ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘরে ঘরে হও সচেতন জঙ্গিবাদের হবেই পতন, জঙ্গিবাদকে না বলুন এসব  লেখা সম্বলিত পোষ্টার জেলার বিভিন্নস্থানে টাঙানো হয়। এ প্রচারণায় সাধারণ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে আরো স্বোচ্চার হবে বলে মনে করে গোপালগঞ্জ জেলা পুলিশের এসপি সার্কেল মোঃ আমীনুল ইসলাম। গোপালগঞ্জ থানার ওসি মোঃ সেলিম রেজা বলেন, পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার পোস্টারিং করে জঙ্গিবাদবিরোধী প্রচার অভিযান গোপালগঞ্জে শুরু করা হয়েছে। এর মাধ্যমে মানুষ সচেতন হয়ে ঘরে ঘরে  জঙ্গিবাদকে প্রতিহত করবে বলে আমি বিশ্বাস করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী প্রচারণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ