Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বাল্যবিয়ে প- করেছেন। এ সময় বাল্যবিয়ে আয়োজন করায় মামার কাছ থেকে মুচলেকা আদায় করেন। জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর বাজার সংলগ্ন নিরাঞ্জন ও বিধান বিশ^াসের বাড়িতে মাগুরা জেলার নিশি নাথ অধিকারীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী চুমকী অধিকারী (১৬) এর সাথে উপজেলার লোহাগড়া বাজার এলাকার সানাল বিশ^াসের ছেলে সুজল বিশ^াস (১৮) এর সাথে বুধবার রাতে বিয়ের দিন ধার্য ছিল। বাল্যবিয়ের খবর পেয়ে রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজার নেতৃত্বে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে কনে, কনের পিতা-মাতা, মামাসহ অন্যান্য আত্মীয়স্বজনরা বাড়ি থেকে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ