Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ খুলনার মেয়রকে ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়েছে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৬:০৬ পিএম

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেককে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াইটায় মেয়রকে হাসপাতালের ৩০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। এখানে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে দ্রুত তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।কেসিসি মেয়রের সহকারী একান্ত সচিব (এপিএস) গোপাল কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকালে প্রষ্টেট গ্লান্ড অপারেশন করাতে মেয়র খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

জানা গেছে, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। গত ১৫ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে এ কথা জানান। এরপর তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থতার কারণে তার প্রষ্টেট গ্লান্ড অপারেশন করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ