বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শহরের দক্ষিন জামতলায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রধান সড়ক। গত ৩দিন ধরে জলাবদ্ধতা ভযাবহ রূপ ধারন করেছে। এলাকার বাড়িগুলোর নিচ তলায় পানি প্রবেশ করেছে। অনেকেরই ঘরে এখন হাটু পানি। ফলে জলবদ্ধতায় নাকাল এখন জামতলাবাসী।
এলাকাবাসীরা জানিয়েছেন, জামতলার প্রধান সড়কের অর্ধেক অংশ উচু করা হলেও বাকি অংশটুকু নাসিক নিচুই রেখে দিয়েছে। যার ফলশ্রুতিতে নিচু অংশটিতে অতিরিক্ত পানি জমে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। এত বিশাল এলাকার পানি নিষ্কাষনের পথ মাত্র একটি হওয়ায় এখানকার পানি সরতে ৪/৫দিন সময় লেগে যাচ্ছে। ফলে অবর্ননীয় কষ্টে পড়েছেন জামতলাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার উচ্চতা বৃদ্ধি করায় অনেক ভবনের নীচতলা নিচু হয়ে যায়। সে সকল ভবনের প্রতিটি নিচ তলায় পানি প্রবেশ করেছে। ড্রেনের ময়লা পানিতে সয়লাব এলাকার রাস্তাগুলো। অধিবাসিদের প্রতিনিয়ত এ ময়লা পানিতে চলাফেরা করতে হচ্ছে। দ্রুত নাসিক এ বিষয়ে ব্যবস্থা গ্রহন না করলে পানিবাহিত রোগজীবানুতে আক্রান্ত হয়ে পড়বেন এখানকার অভিবাসিরা।এলাকাবাসী এ বিষয়ে মেয়র আইভীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।