বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি তৈরী করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে শহরের পৌর এলাকার মাস্টার পাড়ায় পৃথক তিনটি কারখানায় অভিযান চালায় জয়পুরহাট র্যাব -৫এর কোম্পানী কমান্ডার মারুফ হোসেন খান এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম ।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মারুফ হোসেন খান জানান, জেলা সদরের পৌর এলাকার মাস্টারপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি তৈরী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানের মালিক উত্তম ঘোষকে ৩০ হাজার, মাজেদুলকে ২০ হাজার ও নিরঞ্জন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ওই তিন ব্যক্তির মাছুয়া বাজার মোড়ে দই-মিষ্টি বিক্রির তিনটি প্রতিষ্ঠান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।