Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলের ১৭৩টি ইউপি নির্বাচনে সোমবারের ভোট গ্রহনের প্রস্তুতির কথা বলা হলেও সহিংশতায় ভোটারদের মধ্যে সংশয়

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ৩:১৯ পিএম

দক্ষিণাঞ্চলের ১৭৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবারের ভোট গ্রহনের সব প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন। এ অঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলার যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে, সেখানের ২৮ লাখ ৯৮ হাজার ৮৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের কথা। যারমধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ২৫ জন।

সোমবার ১৭৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের সার্বিক প্রস্তুতির কথা কমিশন ও সংশিষ্ট জেলা ও পুলিশ প্রশাসন জানালেও ইতোমধ্যে ২৬জন চেয়ারম্যান, ৩১ জন সদস্য ও ৭ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হওয়ায় অনেক এলাকাতেই ভোটারদের আগ্রহ হ্রাস পেয়েছে।
আবার কোন কোন এলাকায় সহিংশতার ঘটনা মাত্রা ছাড়িয়ে যাওয়ায় ভোটারদের মধ্যে ভীতিও কাজ করছে। বরিশালের হিজলা ও মুলাদীতে সরকার দলীয় ও বিদ্রহী প্রার্থীদের সংহিশতায় সেখানের আইনÑশৃংখলা পরিস্থিতি ইতোমধ্যে যথেষ্ঠ নাজুক। স্থানীয় সরকার পরিষদের এ নির্র্বাচনকে সামনে রেখে সেখানে গত দুমাসে সরকারী দলে অভ্য্যন্তরীন কোন্দলে ৪জন খুন হয়েছেন। স্থানীয় এমপি ও বিদ্রহী প্রার্থীর গাড়ী-বাড়ীতেও হামলা হয়েছে।
পুলিশ-প্রশাসনের কাছে বরিশালÑ৪ আসনের হিজলা ও মেহেদিগঞ্জের ইউপি নির্বাচন ইতোমধ্যে যথেষ্ঠ চ্যালেঞ্জ হয়ে উঠলেও ভোটাররা কতটা নির্বিঘেœ ভোট দিতে পারবেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী দলহীন এ নির্বাচনে সরকরী দলের মনোনীত ও বিদ্রহী প্রার্থীদের দাপটেই অনেক এলাকা এখন প্রকম্পিত।
তবে পুলিশÑপ্রশাসনের তরফ থেকে সোমবারের নির্বচন অবাধ ও নিরপেক্ষ করার সব প্রস্তুতির কথা বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারও ইতোমধ্যে বরিশাল সফর করে দক্ষিনাঞ্চলের সবগুলো জেলা ও উপজেলরা প্রশাসনের সাথে বৈঠক করে নিরাপদ ও নিরপেক্ষ নির্বচনের তাগিদ দিয়ে গেছেন। তবে এরপরেও এ অঞ্চলের অনেক এলাকাতেই সহিংশতা থামেনি।
নির্বচন পর্যবেক্ষকদের মতে, ২১ জুনের ইউপি নির্বাচন নিয়ে ভোটরদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিতর সংখ্যা দেখেও। বরিশালের গৌরনদীর যে ৭টি ইউপিতে নির্বাচন হচ্ছে, তার ৬টিতেই সরকার দলীয় প্রার্থীরা ভোটের আগে নির্বাচিত হয়েছেন। ভোলার চরফ্যাশনেও ৫টি ইউপির সবগুলোর প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচিত। বরিশালের বানরীপাড়ার ৭টি ইউপির ৫টিতে চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এছাড়া পটুয়াখালীর বাউফলের ৯টি ইউপির দুটিতে, বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর, ঝালকাঠীর সদর, নলছিটি ও রাজাপুর এবং ভোলার বোরহানউদ্দিন ছাড়াও পিরোজপুরের ভান্ডারিয়ার ১টি করে ইউপির চেয়রম্যান প্রার্থীগন বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে ইউপি সদস্য পদে বরিশালে ১৫, ভোলায় ৬, বরগুনায় ৪, পটুয়াখালীতে ৩, ঝালকাঠীতে ২ জন এবং পিরোজপুরে ১জন প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনেও ভোলায় ৩, ঝালকাঠীতে ২ এবং বরিশাল ও পটুয়াখালীতে একজন করে প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হবার সুযোগ লাভ করেছেন।
তবে এরপরেও সোমবার অবশিষ্ট আসনগুলোতে প্রার্থী নির্বাচনের লক্ষে এবার প্রায় ১২ হাজার আইনÑশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। জেলা পুলিশ ছাড়াও পুলিশের এসএএফ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, ব্যাটেলিয়ন আনসার ও অঙ্গিভুত আনসার ছাড়াও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র‌্যাব ও কোষ্ট গার্ড প্রশাসনের তদারকিতে ভিন্নভাবে কাজ করবে বলেও জানা গেছে।
সোমবার দক্ষিণাঞ্চলের ১৭৩টি ইউপি’র নির্বাচনে ১ হাজার ৬৩৩টি কেন্দ্রে যে প্রায় ২৯ লাখ ভোটার ভোট দেয়র কথা, সেখানে অস্থায়ী ৪১০টি সহ মোট ভোট কক্ষ থাকছে ৮ হাজার ৯৫৬টি। প্রতিটি কেন্দ্রে ১জন করে মোট ১ হাজার ৬৩৩ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও ৮২ জন অতিরিক্ত প্রিজাইডিং অফিসার এবং ৮ হাজার ৫৪৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭ হাজার ৯২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তবে এর বাইরেও ৫% অতিরিক্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী পোরিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
রোববার বিকেলের মধ্যে এসব নির্বাচনী কর্মকর্তাগন ও আইনÑশৃংখলা বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে পৌছে যাবেন বলে জানা গেছে। ইতোমধ্যে বেশীরভাগ আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও প্রতিটি উপজেলা সদরে পৌছে গেছেন বরে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন

৯ ফেব্রুয়ারি, ২০২২
২৭ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ