রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা
চাকরি করা আর হলো না মোহাম্মদ রায়হানের। জীবন সংগ্রামের প্রথম দিনেই সড়ক দুর্ঘটনার কাছে পরাজিত রায়হান। বুধবার রাত আনুমানিক ৯টায় প্রাণ গ্রুপের মালামাল নিয়ে উপজেলার আনন্দ বাজারের যাওয়ার পথে হল্লোল বাড়ির সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মোহাম্মদ রায়হান (২০)। দরিদ্র পিতা আলী আকবরের বড় ছেলে রায়হান ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর মাত্র একদিন আগে প্রাণ গ্রুপের ডিস্ট্রিবিউটরের সেলসম্যান হিসেবে চাকরিতে যোগদান করে। জানা যায়, একটি নসিমনযোগে প্রাণ কোম্পানীর মালামাল সরবরাহ দিতে রায়হান ফরিদগঞ্জ সদর থেকে আনন্দ বাজারের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পার্কিং করা অন্য একটি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নসিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের গাছের সঙ্গে ধাক্কা লেগে, ছিটকে গিয়ে রায়হান গাছ ও নসিমনের মাঝখানে চাপা পড়ে মাথাসহ দেহের বিভিন্ন স্থান মারাত্মকভাবে থেতলে যায়। এ সময় লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় রায়হানকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রায়হানের বাড়ি উপজেলার ৮নং পাইকপাড়া (উঃ) ইউনিয়নের গাজীপুর গ্রামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।