Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিম্মি করে পতিতাবৃত্তি চট্টগ্রামে ৪ তরুণী উদ্ধার গ্রেফতার ৬

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৪:৪৬ পিএম

চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বাসায় জিম্মি করে পতিতাবৃত্তি করানোর ঘটনায় জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব। জিম্মি দশা থেকে উদ্ধার করা হয়েছে চার তরুণীকে। নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, এ সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরীব, অসহায়, এতিম তরুণী, কিশোরী ও শিশুদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নগরীতে এনে আটকে রাখে। পরে তাদের পতিতাবৃত্তির মতো কাজে জড়িত করতে বাধ্য করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বাবুল (৫০), মোঃ নয়ন (৩২), মোঃ শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)। তারা অপরাধ স্বীকার করেন এবং টাকার বিনিময়ে এসব তরুণীদের বিক্রি করার কথাও স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ