Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোকাকোলা কাণ্ডের পর উয়েফার সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৩:০৬ পিএম
সংবাদ সম্মেলনের টেবিল থেকে রোনালদোর কোকাকোলার বোতল সরিয়ে রাখার সেই ঘটনার পর খেলোয়াড়দের সতর্ক করেছে উয়েফা। সংস্থাটি বলছে, টুর্নামেন্ট সফল করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তির বাধ্যবাধকতা আছে।
 
রোনালদো গত মঙ্গলবার গ্রুপ এ’র ম্যাচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কোকাকোলার বোতল সরিয়ে রাখেন। ৩৬ বছর বয়সী ফুটবলার তখন পানির বোতল তুলে দেখান।
 
এরপর কোকাকোলার শেয়ার গুলির বেগে পড়ে যায়।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ‘উয়েফা অংশগ্রহণকারী দলগুলোকে মনে করিয়ে দিয়েছে যে, এই টুর্নামেন্ট সফল করতে এবং যুব ও নারীসহ ইউরোপ জুড়ে ফুটবলের বিকাশ নিশ্চিত করতে অংশীদারিত্ব অবিচ্ছেদ্য। ’
 
২০২০ উয়েফা ইউরো টুর্নামেন্টের পরিচালক মার্টিন ক্যালেন জানিয়েছেন, মূল ইস্যুটা রোনালদোর কাণ্ড নিয়ে। তবে কেউ ধর্মীয় কারণে এমন কিছু করলে তা উপলব্ধি করবে আয়োজকরা। তিনি বলেন, ‘যদি ধর্মীয় কারণ থাকে, তাহলে সেখানে (টেবিলে) বোতল রাখার দরকার নেই।'
 
বোতল সরিয়ে নেওয়ার অর্থ স্পন্সরদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করা। তাতে সংশ্লিষ্ট খেলোয়াড়দের শাস্তির সম্ভাবনা থেকে যায় বলে মন্তব্য করেছেন তিনি, ‘আমাদের নিয়ম-নীতিগুলোতে অংশগ্রহণকারী দলগুলোর ফেডারেশন স্বাক্ষর করেছে। আমরা তাদেরকে বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়েছি। তবে এটার (জরিমানা) সম্ভাবনা অবশ্যই থেকে যায়।'


 

Show all comments
  • মো রহমান ১৮ জুন, ২০২১, ৪:৩০ পিএম says : 0
    ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। "তবে কেউ ধর্মীয় কারণে এমন কিছু করলে তা উপলব্ধি করবে আয়োজকরা।" তার মানে কিছু অর্বাচিন যতই বলুক এধরনের বয়কটে কোন কাজ হয় না, পন্য বয়কট করতে আবার ওদের তৈরি মাধ্যমেই আবার সেটা প্রচার করতে আসে কেন। যাদের বয়কটের কথা বলা হয় তার কিন্তু ঠিকই বুঝতে পারবে বলে হুমকি দিচ্ছে। আমরা সচেতন না হলেও ওরা কিন্তু ঠিকই জেনেশুনেই বলছে। আরেকটা ব্যপার গতকালই প্রথম দেখালাম রোনাদো এক সাক্ষাৎকারে বচলছে সে কোকাকোলা, ফান্টা, চিপস, এগুলো পছন্দ করে না, তার ছেলেদেরও খেয়ে দেয় না। ভুল করে খেলে ভিষন রাগ করে। তার ছেলেরা যদি ভুল করেও একটু খায় তার ভয়ে থাকে বাবা কি বলে। বারবারই বলতেছিল কি কঠিনভাবে সে এগুলা মেইন্টেইন করে। তার মানে সুপাস স্টার মেসেও এগুলা গ্রহন করে না। অথচ তাদের দিয়েই বিজ্ঞাপন করায় আমাদের জন্য। আর আমরা উলটো তর্ক করি কেউ যদি নিষেধ করে। রিপোর্টার ভাই রোনাদোর সেই ভিডিও বের করে একটা প্রতিবেদন করতে পারেন, যদি সাহস থাকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ