Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ‘মেডেল’ নিয়ে আসছেন মোশাররফ-দোলন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ২:৫১ পিএম

ঈদুল আজহা উপলক্ষ্যে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী দোলন দে অভিনয় করছেন ‘মেডেল’ শিরোনামের ৭ পর্বের একটি ধারাবাহিকে। রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে মোশাররফ করিম-দোলন ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সারিকা সাবরিন, শাহাদাৎ হোসেন, জুঁই করিম, কচি খন্দকার, মোশাররফ হোসেন, শেলী আহসান, লিজা খানম, মুকুল সিরাজসহ অনেকেই।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ধারাবাহিকটি পরশ্রীকাতর দুই বন্ধুর গল্প। এটা ইঁদুর দৌড়ের গল্প, ফার্স্ট-সেকেন্ড হওয়ার গল্প এবং দুই বন্ধুর মধ্যে টম ও জেরির গল্প। সবার সঙ্গে আনন্দ করে যন্তসহ কাজটি করছি। আমরা শুটিং করতে মজা পাচ্ছি। আশাকরি দর্শক নাটকটি দেখে বিনোদিত হবেন।

নাটকটি প্রসঙ্গে পরিচালক রায়হান খান বলেন, ‘মেডেল’-এর গল্প বেশ মজার। পাশাপাশি এতে একটি সামাজিক বার্তাও রয়েছে। দীর্ঘদিন পরে এমন একটি নাটক নির্মাণ করতে পেরে ভালো লাগছে। নাটকটি নিয়ে আমরা আশাবাদী, অনেক যত্ন নিয়ে তৈরি করছি। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে।



 

Show all comments
  • Billal Hosen ১৯ জুন, ২০২১, ৯:২৪ এএম says : 0
    এই মেডেল তো দুনিয়ার । আর বাকি সব জিরো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ-দোলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ