বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগের দাবিতে দেশব্যাপী কর্মবিরতি কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার : একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৭ হাজার কর্মচারী পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল (বুধবার) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তারা এ কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই কর্মবিরতি পালন হবে বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান তাপসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ড. মিহির কান্তি মজুমদার ৭ হাজার কর্মচারীর জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছেন। পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন আইন ও প্রবিধানমালা মোতাবেক একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৭ হাজার কর্মচারীকে স্থায়ীভাবে তাদের পদায়ন করতে হবে। যাচা-বাছাইয়ের নামে কোন কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা যাবে না। পল্লী সঞ্চয় ব্যাংকের আইন অমান্য করে সমিতিগুলো সমবায় অধিদপ্তরে নিবন্ধন করা যাবে না বলে দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।