পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতী হেদায়েতুল্লাহ আজাদীসহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সরকার অনিয়ম করলে গ্রাম থেকে সরকার পতন আন্দোলন শুরু করা হবে। নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে। এখন সরকার দলীয় প্রার্থীর হামলায় ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৮ জন আহত হয়েছে। বুধবার রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খয়েরদি গ্রামে প্রচার-প্রচারণার সময় আওয়ামী লীগের প্রার্থী ও তার অনুসারীরা হামলা চালায়। এতে আহত হন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী, কর্মী সাইদুল ইসলাম, রাকিব মাহমুদ, সজল তালুকদার এবং শরীয়তুল্লাহসহ আরো অনেকে। আহতরা বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃদ্বয় বলেন, জাগুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খয়েরদি গ্রামে গনসংযোগ শেষে ফেরার সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দিদারুল আলম শাহীন ১৫ থেকে ২০টি মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে এসে হাতপাখার প্রার্থীর উপর হামলা চালায়।
নেতৃদ্বয় বলেন, সারাদেশে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করুন। না হয় নির্বাচনের নামে তামাশা বন্ধ করে প্রধানমন্ত্রীর দফতর থেকে সরকারের পছন্দ চেয়ারম্যানের তালিকা ঘোষণা করুন। জনগণের সাথে তামাশা বন্ধ করুন, নির্বাচনের নামে প্রহসনের কোন মানে হয় না। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে কোন আগ্রহ নেই। জনগণের মনে একটাই শঙ্কা তারা তাদের নিজের ভোট নিজে দিতে পারবে কিনা। সাধারণ মানুষের নির্বাচনী উৎসব ‘নির্বাচনী ব্যবস্থাকে’ ধ্বংস করে দিয়েছে সরকার। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে সারাদেশে হাতপাখা বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাআল্লাহ।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার কামালপুর, বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় হাতপাখার পক্ষে ব্যাপক জনসমর্থণ লক্ষ্য করা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।