প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তেলুগু ফিল্মে অভিনয় করে প্রথমে তারকাখ্যাতি লাভ করছেন রশ্মিকা মন্দানা। অচির এই বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে ‘মিশন মজনু’ চলচ্চিত্রটি দিয়ে। এমনিতেই সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। মাঝে মধ্যে সুন্দর ভাবনা তার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি টুইটারে। বিশেষ করে কোভিড-১৯ মহামারীর এই সময়ে তিনি ভক্তদের মন ভাল রাখার জন্য পরামর্শ দিয়ে টুইট করে আসছেন। কয়েকদিন আগে তিনি টুইট করেছেন : “আমার এক বন্ধু আমাকে একটি কথা বলেছে ... আমার মনে হয় সেটি আপনাদেরও বলিৃ আনন্দ (সুখ- যা আপনার মুখে হাসি ফোটায়, সুখ দেয়) বা অর্থ অথবা জ্ঞান দেয় এমন কাজে সময় দিন ... অন্য কিছুতে নয়!” রশ্মিকাকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ফিল্মেও দেখা যাবে। তেলুগুতে তিনি ‘ডিয়ার কমরেড’ এবং ‘গীতা গোবিন্দম’ ফিল্ম দুটিতে অভিনয় করেছেন। সারা ভারতের সেসব স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের জন্য তিনি ‘স্প্রেডিং হোপ’ নামে একটি উদ্যোগ শুরু করেছেন, যারা কোভিড-১৯ মহামারীর সময়ও অন্যদের সাহায্য সহায়তা করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে তিনি জনতাকে এসব কর্মীদের কাজের স্বীকৃতি দিতে উৎসাহিত করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।