Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইংল্যান্ডে আক্রান্ত বাড়ছে সূচকীয় গতিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ১২:০৮ এএম

ইংল্যান্ডজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে সূচকীয় গতিতে। সেখানে এই ভাইরাসের প্রজনন (আর) রেট বৃদ্ধি পেয়েছে ১.৪৪। নতুন করে এই ভাইরাসের বিস্তার ঘটছে তরুণ প্রজন্ম এবং যাদেরকে টিকা দেয়া হয়নি এমন ব্যক্তিদের মাধ্যমে। সরকার পরিচালিত এক গবেষণায় দেখা গেছে ৩রা মে থেকে ৭ই জুন পর্যন্ত করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে শতকরা ৫০ ভাগ। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা করোনা ভাইরাস ভ্যারিয়েন্টের বিস্তারের সময় এ ঘটনা ঘটছে। বর্তমানে ভারতীয় ওই ভ্যারিয়েন্টটি ব্রিটেনে প্রাধান্য বিস্তার করেছে। এ খবর দিয়েছে ব্রিটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্কর। এতে বলা হয়, ২০ শে মে থেকে ৭ই জুন পর্যন্ত ইংল্যান্ডে প্রায় এক লাখ ১০ হাজার মানুষের পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রতি ১১ দিনে এই সংক্রমণ দ্বিগুন হচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন নর্থওয়েস্টে। সেখানে প্রতি ৬৭০ জনের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন। এ তথ্য এমন এক সময়ে জানানো হয়েছে, যখন ব্রিটিশ এমপিরা ইংল্যান্ডে করোনা ভাইরাস বিষয়ে বিধিনিষেধের মেয়াদ ১৯ শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন। তবে বিধিনিষেধ প্রত্যাহারে বিলম্বের কারণে নিজের দল কনজার্ভেটিভ সদস্যদের বড় রকম বিদ্রোহ মোকাবিলা করতে হয়েছে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ব্রিটেনে চার সপ্তাহের জন্য লকডাউন বর্ধিত করেছেন তিনি। এর মাধ্যমে টিকা দেয়ার জন্য পর্যপ্ত সময় পাবে সরকার। ইমপেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা বলেছেন, তাদের গবেষণা বলে যে- ব্রিটেনের কেন্টে পাওয়া আলফা ভ্যারিয়েন্টে এবং ভারতে পাওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রæত বিস্তার ঘটছে। এর মধ্যে সব করোনা ভাইরাসের মধ্যে শতকরা ৯০ ভাগই এখন সৃষ্টি করছে ডেল্টা ভ্যারিয়েন্ট। তা সত্তে¡ও তারা বলেন, গত বছর শরতের চেয়ে এ অবস্থা অনেক বেশি ভিন্ন। ইমপেরিয়ালের সংক্রামক রোগ বিষয়ক প্রফেসর স্টিফেন রিলে বলেন, করোনার বিস্তার ঘটছে সূচকীয় হারে। তরুণদের মাধ্যমে এর বিস্তার ঘটছে। সুস্পষ্ট যে, এটা একটা খারাপ খবর। ট্যাবলয়েড অনলাইন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ