Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া উচিত -বাংলাদেশ ইসামিক পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৫:১৯ পিএম

মানবিক দিক বিবেচনায় এনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়েছে বাংলাদেশ ইসলামিক পার্টির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহবান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হার্ট ও কিডনীর সমস্যায় ভুগছেন। বাংলাদেশের হাসপাতাল গুলো তার চিকিৎসার জন্য উপযুক্ত নয় বলে বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। গত কয়েক মাস ধরে খালেদা জিয়ার শারীরিক অসুস্থ্যতা ও তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আবেদন নিবেদন করার পরেও সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, মহাসচিব আবুল কাশেম এবং সিনিয়য় ভাইস চেয়ারম্যান এজাজ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান সরকার খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তারা তাকে বিদেশে উন্নত ও সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না। সরকারের এমন সিদ্ধান্ত অমানবিক, হিংসা পরায়ণ, ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী অপরাধের সামিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ