Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির অন্তরে শুধু ষড়যন্ত্র ও প্রতিহিংসা : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ২:২৫ পিএম

বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রধান বাধা। বিএনপিই এদেশে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায়।’

তিনি বলেন, ‘বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি সহাবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিনের পর দিন। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা।’

শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রয়োজন দায়িত্বশীল বিরোধী দল কিন্তু বিএনপি সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে অব্যাহতভাবে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সড়ক পরিবহনমন্ত্রী।

সরকার স্বাধীনতার চেতনা ধ্বংস করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘১৫ আগস্ট, ২১ আগস্ট কোন চেতনা?’

বিএনপির চেতনার মর্মমূলে রয়েছে স্বাধীনতার প্রতি আস্থার ঘাটতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে তারা আজ চেতনার কথা বলে! নির্লজ্জতারও একটি সীমা থাকে।’

গণতন্ত্রকে পকেটবন্দি করেছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছিল বিএনপি। নৈরাজ্যের মাধ্যমে কেড়ে নিয়েছিল মানুষের অধিকার, আগুন সন্ত্রাস আর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছিল বিএনপির সেরা অর্জন।’

জনগণ আওয়ামী লীগের বিচার করবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয়, ইতিমধ্যে অপরাজনীতির জন্য জনগণের আদালতে বিএনপির বিচার শুরু হয়ে গেছে। নির্বাচন ও আন্দোলনে জনগণের প্রত্যাখ্যান তারই প্রমাণ।’



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১৭ জুন, ২০২১, ২:৪৭ পিএম says : 0
    সব সময় একই কথা ( বি এন পি)(বি এন পি)এইটা ছাড়া এই লোকটি মুখে আর কিছু শুনলাম না,এই আজ পনরেটি মাস স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ এই বেপারে একটি দিন কিছু বলেছে,আমরা দেখলাম না,এতো বড় একজন মহা সচিব তার মুখে সব সময় শুধু রাজনৈতিক ছাড়া জনগননৈতীক কিছু শুনলাম না।এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছাত্র ছাত্রীরা বরবাদ শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে শেষ হয়ে গেলন,একটু চিন্তা ও তাহারা উনি করছেন শুনি নাই,অথচ সব কিছু দলীয় সারথের কথা ,জনগণের কথা দেশের মেরুদণ্ড দেশের সম্পদ এগুলো চিন্তা না করে এক জন অভিজ্ঞ লোক সব সময় এক সুরে বাজনা বাজানে কি উনার উচিত।
    Total Reply(0) Reply
  • haris ১৭ জুন, ২০২১, ৬:০৪ পিএম says : 0
    tar ar kono kaj aseh??
    Total Reply(0) Reply
  • জামশেদ পাটোয়ারী ১৭ জুন, ২০২১, ৭:৪৮ পিএম says : 0
    উনি একই সাথে মন্ত্রী, আ.লীগের সাধারণ সম্পাদক এবং সম্ভবত আ.লীগের বিএনপি বিষয়ক কমিটির প্রধান। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দেশের জনগণের খোজ খবর নেয়ার আগে বিএনপির খোজ খবর সবার আগে নিতে হয়। নিয়মিত বিএনপিকে নিয়ে কিছু না কিছু তাকে বলতে হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ