পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি, ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। গতকাল বুধবার গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে নবীন ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিসোর্ট হোক আর বার হোক যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচে (পুরুষ) ৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খােলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মােস্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।