Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিকদের জীবনমান উন্নয়ন করুন : স্কপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১২:০০ এএম

২০২১-২২ অর্থ বছরের বাজেটে শ্রমিকদের জন্য রেশন, আবাসন, চিকিৎসা, পেনশন নিশ্চিত করতে সুনির্দ্দিষ্ট বরাদ্দের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ - স্কপের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কপের যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আহসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্কপ নেতা মেজবাহ ঊদ্দিন অহমেদ, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, চৌধুরী আশিকুল আলম, শামীম আরা, আজিজুন নাহার, ফিরোজ হোসাইন ও রফিকুল ইসলাম রফিক।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে শ্রমজীবী মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। করোনা দুর্যোগের মধ্যেও দেশের কৃষি, শিল্প, সেবাখাত, রেমিটেন্সে যে প্রবৃদ্ধি হয়েছে তার প্রধান অবদান দেশের শ্রমজীবী মানুষের। ৬ কোটি ৮২ লক্ষ শ্রমজীবী মানুষের সুরক্ষায় কোন পদক্ষেপের প্রতিফলন না থাকলেও তাদের পকেট থেকে অর্থ হাতিয়ে রাষ্ট্রের পকেট ভরার পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে আছে। বাজেট প্রণয়নের পূর্বে সমাজের অনেক অংশের সাথে মতবিনিময় করলেও শ্রমজীবী বিশাল জনগোষ্ঠিকে উপেক্ষা করা হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, যারা সুষ্ঠ শিল্প সম্পর্কের মধ্যে দিয়ে দেশে শিল্পের দীর্ঘমেয়াদী বিকাশ, কর্মসংস্থান প্রবৃদ্ধির পরিবর্তে শ্রমিকদের বঞ্চিত করে, প্রবঞ্চনার মাধ্যমে অল্পসময়ে অগাধ সম্পদের মালিক হয়েছে তাদের কর ছাড় দিয়ে, প্রণোদনা দিয়ে শ্রমজীবী মানুষের কাছে চুঁইয়ে পড়া সুবিধা পৌঁছানো যাবেনা। মাথাপিছু আয় বৃদ্ধি নয়, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রকৃত আয়ের বৃদ্ধি নিশ্চিত করতে পারলে, বিদ্যমান বৈষম্য কমাতে পারলেই কেবলমাত্র দেশের অর্থনৈতিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কপ

২৫ ডিসেম্বর, ২০২০
২৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ