Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কপের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা গতকাল স্কপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কপের যুগ্ম সমন্বয়ক নুর কুতুব মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে স্কপের ৯ দফা দাবির সমার্থনে সারাদেশে বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও শিল্পাঞ্চলে সমাবেশ-মানববন্ধন-মিছিলের মাধ্যমে ২৬ ডিসেম্বর স্কপের দেশব্যাপী বিক্ষোভ দিবস পালনের অংশ হিসাবে ঢাকায় শ্রমিক সমাবশের পরিকল্পনা গ্রহণ করা হয়। জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের অফিসের পাশের গলিতে(জাসদ গলি) শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত স্কপ নেতা সহিদুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, নইমুল আহসান জুয়েল, শেখ আলাউদ্দিন আল আজাদ, সাকীল আক্তার চৌধুরী, শামীম আরা, কাজী রুহুল আমিন, প্রকাশ দত্ত, মো: রফিকসহ উপস্থিত নেতৃবৃন্দ বিরাষ্ট্রীয়করণ বন্ধ, বন্ধ পাটকল-চিনিকলসমূহ চালু ও আধুনিকায়ন এবং আইন করে মালিকানা নির্বিশেষে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ স্কপের ৯ দফা দাবি শক্তভাবে তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কপের বিক্ষোভ

২৫ ডিসেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ