Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর সদর হাসপাতালে ল্যাপরোস্কপিক সার্জারি চালু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০১ এএম

মুজিববর্ষে চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নাটোর আধুনিক সদর হাসপাতালে পিত্তথলির পাথর অপসারণে ল্যাপরোস্কপিক সার্জারি চালু করা হয়েছে। গত শনিবার ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণীয় করে রাখতে এই সেবা চালু করা হয়। প্রতিমাসে একদিন করে এই সেবা নিয়মিত চালু থাকবে।
প্রথমদিনে ববিতা এবং শামসুন্নাহার নামে দু’জন গৃহবধূর পিত্তথলি থেকে ল্যাপরোস্কপিক সার্জারির মাধ্যমে পিত্তথলির পাথর সফলতার সাথে অপসারণ করা হয়। পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট একদল বিশেষজ্ঞ চিকিৎসক। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল হক এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে নাটোর সদর হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা আল্ট্রাসনোগ্রাফি কার্যক্রম চালু করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল হক বলেন, ল্যাপরোস্কপিক মেশিনটি হাসপাতালে ব্যবহার হচ্ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল্যাপরোস্কপিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ