Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা :  পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলার কালিকাপুর গ্রামের ইউসুফ মোল্লা (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে এলাকার একটি চক্র। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পথচারীরা। এ ঘটনা সোমবার সন্ধ্যায় কালিকাপুর নতুন বাজার এলাকায় ঘটলেও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এ ঘটনা সাংবাদিকদের জানান গতকাল বুধবার সন্ধ্যায় । এ দিকে আসামী গ্রেফতার না হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলার বিবরণে জানা গেছে, এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সদর উপজেলার কালিকাপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফ মোল্লার সাথে বিরোধ চলে আসছিল স্থানীয় আহসান মাতুব্বর ও আফজাল মাতুব্বর গংয়ের। এরই সূত্র ধরে সোমবার সন্ধ্যায় মাদারীপুর থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর নদীর পাড় নতুন বাজার এলাকায় মুক্তিযোদ্ধা ইউসুফ মোল্লার উপর অতর্কিত হামলা চালায় আহসান মাতুব্বর ও আফজাল মাতুব্বরসহ ৮/১০ জনের একদল স্বাধীনতা বিরোধী চক্র। এ সময় তারা ঐ মুক্তিযোদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।  রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় মুক্তিযোদ্ধা ইউসুফ মোল্লাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও পুলিশ আজো কোন আসামীকে ধরতে পারেনি বলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ