বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিয়ে ও চাকরির প্রলোভনে এক তরুণীকে বাসায় জিম্মি করে গণধর্ষণের ঘটনায় চার জনকে পাকড়াও করেছে র্যাব। ওই তরুণীর পিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর কর্ণফুলী সেতু এলাকার একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মো. জসিম উদ্দিন, মো. নুরুল আজিম, মো. জাবের আহাম্মদ ও মোহাম্মদ নবীকে গ্রেফতার করা হয়। তারা চাকরি ও বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান র্যাব কর্মকর্তারা। র্যাব জানায়, গত ১৩ জুন তরুণীর পিতা র্যাব কার্যালয়ে গিয়ে জানান তার মেয়েকে চট্টগ্রাম ইপিজেডে চাকরি দেয়ার কথা বলে একটি প্রতারক চক্র শহরে নিয়ে আসে। এরপর একটি বাসায় তাকে জিম্মি করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।