Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লা-মাযহাবীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

ওসমানীনগরে সনদ ও পাগড়ী বিতরণ

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে কোরআনে হাফেজদের মধ্যে সনদ ও পাগড়ী বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার দুলিয়ারবন্দে আল কুরআন মেমোরাইজিং সেন্টারে ১২জন হাফেজদের মধ্যে সনদ পাগড়ী বিতরণ ও স্মারক প্রকাশনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ ও পাগড়ী বিতরণ করেন উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি পীর সাহেবের সাহেবজাদা আল্লামা মুফতি মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি তার বক্তব্যে বলেন, কুরআন সকল সমস্যার সমাধান গ্রন্থ। হাদিস শরীফ হচ্ছে দ্বার কুরআনের ব্যাখ্যামূলক কিতাব। আজ লা মাযহাবীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা ইসলামের বেশ ধরে ইসলামের ক্ষতি করছে। এদের থেকে আমরা সবাই সাবধান থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যক্ষ মাও. নজির আহমদ হেলাল, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নোমান আহমদ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী আজির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মাও. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এমডি মাও. সাদিকুর রহমান শিবলী, তালামীযে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, মিনা বেগম মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল কাইয়ুম, তালামীয নেতা মাও. হুমায়ুন রহমান লেখন, কাজি আব্দুল বাছিত, মাও. আমিনুল ইসলাম, হাফেজ তৌরিছ আলী, মাও. ইউনুছ আলী, মাও. আবুল ফজল তোহা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লা-মাযহাবীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ