মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী লিসা বেনস (৬৫) আর নেই। টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
চলচ্চিত্র প্রেমীদের কাছে বেনস পরিচিত ছিলেন ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ডেভিড ফিঞ্চারের সাইকোলজিক্যাল থ্রিলার ‘গন গার্ল’র অভিনেত্রী হিসেবে। এই সিনেমায় তিনি অ্যামির মা ম্যারিবেথ এলিয়টের চরিত্রে অভিনয় করেন।
এ ছাড়া ‘ককটেল’ ও ‘অ্যা কিউর ফর ওয়েলনেস’ ছবিতে অভিনয় করেও সুনাম কুড়ান বেনস। এই অভিনেত্রীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেভন অভিনেতা ও পরিচালক সেথ ম্যাকফারলেন। বেনসের ‘মৃত্যু বিস্ময়কর ক্ষতি’ হিসেবে মনে করেন তিনি।
গত ৪ জুন ম্যানহাটনে পথচারী পারাপার দিয়ে রাস্তা পার হওয়ার সময় এক স্কুটার ধাক্কা মারে বেনসকে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বেনসকে। সেখানে মৃত্যুর সঙ্গে ১১ দিন লড়াই করে শেষনিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। সূত্র : বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।