Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মেগা প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন করা হবে’

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১২:০১ এএম

ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এম মোস্তফা জানান, ছাগলনাইয়া পৌরসভাকে “ক” শ্রেণিতে উন্নিতকরণ করা হয়েছে। পৌর এলাকা প্রতিটি ওয়ার্ডে শতভাগ সড়কবাতি স্থাপন করা হয়েছে। জিরো পয়েন্টে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন আল্লাহু লিখা ভাস্কর্কয্য। জমদ্দার বাজার ও আশপাশে নির্মাণ ও পৌর এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় স্টিলের ডাস্টবিন স্থাপন এবং ময়লা আবর্জনা শতভাগ পরিষ্কার করা হয়। পৌর শহরের জমদ্দার বাজারের অলিগলিসহ প্রধান সড়ক সিসি দ্বারা উন্নয়ন করা হয়েছে।

তিনি গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। পৌর মেয়র এম মোস্তফা আরও বলেন, বিশুদ্ধ পানীয় জলের জন্য পৌর এলাকার বিভিন্ন স্থান ও বাড়ীতে অসংখ্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। পৌরসভার সকল ওয়ার্ডের সড়কগুলোতে লাইট, ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তার পূর্ণাঙ্গ কাজ মেগা প্রজেক্টের মাধ্যমে সম্পাদন করা হবে। ইতিমধ্যে প্রজেক্ট পাস হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ