মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম এ তথ্য জানিয়েছেন। সংস্থাটির প্রধান জানিয়েছেন, যে হারে করোনার টিকা দেওয়া হচ্ছে তারচেয়ে বেশি হারে ভাইরাস সংক্রমণ ঘটিয়ে যাচ্ছে। শিল্পোন্নত দেশগুলির জোট জি-৭ দরিদ্র দেশগুলিকে যত সংখ্যক টিকা দিচ্ছে তা যথেষ্ট নয়। আধানম বলেছেন, ‘এটা অনেক বড় সহযোগিতা, তবে আমাদের আরো বেশি প্রয়োজন, দ্রæত প্রয়োজন। এই মুহ‚র্তে বৈশ্বিক টিকা বিতরণের হারের চেয়ে দ্রæত বিস্তার ঘটাচ্ছে ভাইরাস।’ তিনি বলেন, ‘প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে... এই গোষ্ঠীগুলির টিকা প্রয়োজন এবং তাদের এখনই প্রয়োজন, আগামী বছরে নয়।’ এদিকে, বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে প্রায় পৌনে ৪ লাখ লোকের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ লাখ ৩৮ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ হাজার ১৪৯ জন। এর আগের দিন মারা যান ৬ হাজার ৯৯৫ জন। এক দিনের ব্যবধানে ২ হাজার ১৫৪ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৩ হাজার ৩৩৯ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৬১৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ১১৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১৫ হাজার ৭১৭ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার ৭০১ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৮৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯১ হাজার ১৬৪ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৬৪৬ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৬০১ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।