Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিঙ্গার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১২:০২ এএম

দেশের সঙ্গীতশিল্পীদের নিয়ে গঠিত সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি হয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুমার বিশ্বজিৎ। গত ১৪ জুন সংগঠনটির চতুর্থ সাধারণ সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়। সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম ২০২১-২০২৩ সালের জন্য দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি: তপন চৌধুরী ও সামিনা চৌধুরী, সহসাধারণ সম্পাদক: হাসান আবিদুর রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক: জয় শাহরিয়ার, অর্থ সম্পাদক: চন্দন সিনহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোমনুর মনির কোনাল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক: কিশোর দাস, প্রযুক্তি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক: সাব্বির জামান, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক: মইদুল ইসলাম খান শুভ, দফতর সম্পাদক: ইউসুফ আহমেদ খান, কার্যকরী সদস্যবৃন্দ: রবি চৌধুরী, আঁখি আলমগীর, অনিমা রায়, আলিফ আলাউদ্দিন, লাবিক কামাল গৌরব, ইলিয়াস হোসেইন, সমরজিৎ রায়, পিন্টু ঘোষ, সন্দীপন দাস, সাজিয়া সুলতানা পুতুল ও সাহস মোস্তাফিজ। পাশাপাশি ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটিতে আছেন ফেরদৌসী রহমান, সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, কিরণ চন্দ্র রায় ও শাফিন আহমেদ। কমিটির সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা সমাপনী বক্তব্যে বাংলাদেশের সকল সংগীতশিল্পীর আর্থিক ও নৈতিক অধিকার আদায়ে সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে- এই প্রত্যয় ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গার্স অ্যাসোসিয়েশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ